কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

কুমিল্লার চান্দিনা উপজেলার কোরপাই এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত এবং আরও অন্তত পাঁচ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে কোরপাইর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে। ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনা উপজেলার কোরপাই এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত এবং আরও অন্তত পাঁচ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে কোরপাইর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়াত হোসেন। তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয় ফেনীগামী স্টার লাইনের একটি বাস। তখন মাইক্রোবাসটি সামনে থাকা ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালক ও এতে থাকা এক নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন।

‘হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের ও নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত দুই জনের পরিচায় এখনো জানা যায়নি’, বলেন ওসি শাফায়াত হোসেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় মেশিন দিয়ে কেটে এটির দরজা খুলতে হয়েছে। কারণ, যাত্রীরা মাইক্রোবাসটির ভেতরে আটকা পড়েছিল।

উদ্ধারকাজ চলাকালে ঢাকা-চট্টগ্রাম সড়কে ঢাকা থেকে কুমিল্লার লেনটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

5h ago