রামপুরা থেকে আহত অবস্থায় পুলিশ সদস্য উদ্ধার

স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর পূর্ব রামপুরার পুরাতন পুলিশ ফাঁড়ির পাশের একটি ভবনের পাশ থেকে মো. জাহিদুল ইসলাম (৪০) নামে এক পুলিশ সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ফকির।

জানা গেছে, রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার বাচিডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে জাহিদ। ঢাকায় পুলিশ কন্ট্রোল রুমে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন তিনি। পাঁচ বছরের একমাত্র মেয়ে ও স্ত্রীকে নিয়ে পূর্ব রামপুরার পুরাতন পুলিশ ফাঁড়ির পানির পাম্প সংলগ্ন একটি বাসার তৃতীয় তলাতে থাকেন।

বাসাটির কেয়ারটেকার মো. এনামুল হক জানান, সকাল ৬টার দিকে তার স্ত্রী বাসার ছাদে যায় পানির ট্যাংকি দেখতে। তখন ছাদে মোবাইল ও সিগারেটের প্যাকেট পড়ে থাকতে দেখেন তিনি। আর তৃতীয় তলায় জাহিদুলের রুমের টিভি, ফ্যান চালু দেখতে পান। তবে, রুমে কাউকে দেখতে পাননি। এরপর ছাদ থেকে দেখতে পান দুই ভবনের মাঝামাঝি নিচে কেউ একজন পড়ে আছেন। তখন এনামুলসহ আরও কয়েকজন ভবনের নিচে থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মো. এনামুল হক বলেন, ‘ভবনটির ছাদ সব সময় তালা দেওয়া থাকত। কিন্তু, কয়েকদিন আগে জাহিদুলের স্ত্রী আমার কাছ থেকে জোর করে চাবিটি নিয়ে গেছে।’

বাসার মালিক মো. শফিকুল ইসলাম বলেন, ‘প্রায় দুই বছর ধরে জাহিদুল এই বাসায় ভাড়া থাকেন। শুনেছি তার চাকরি নিয়ে ঝামেলা হয়েছিল। ১০ মাস ধরে বাসা ভাড়াও বাকি পড়েছে তার। দুই দিন আগে তার স্ত্রী ও মেয়ে গ্রামের বাড়ি যায় জাহিদুলের মাকে ঢাকায় নিয়ে আসতে। তাই জাহিদুল বাসায় একাই ছিলেন।’

ওসি আব্দুল কুদ্দুস ফকির জানান, খবর পেয়ে সকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়েছে। ভবনটির ছাদে রেলিং ছিল না। জাহিদুল কীভাবে নিচে পড়েছেন বা কী হয়েছে, তা এখনো বিস্তারিত জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

জাহিদুল বর্তমানে সাসপেনশনে ছিলেন কি না, জানতে চাইলে ওসি বলেন, ‘বিষয়টি আমি এখনো জানিনা। পরে জানাতে পারব।’

জানা গেছে, জাহিদুলের হাত-পা ভেঙে গেছে এবং মাথাও আঘাত রয়েছে।

Comments

The Daily Star  | English
Yunus-Rubio

Yunus, Rubio pledge to deepen economic ties

Bangladesh and the United States yesterday pledged to deepen economic ties and reaffirmed commitment to a stable and peaceful Indo-Pacific region. 

2h ago