এমসি কলেজে ধর্ষণ: রিমান্ড শেষে ৩ আসামি আদালতে, ২ জনের ডিএনএ সংগ্রহ
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আরও তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে। তারা হলেন- শাহ মাহবুবুর রহমান রনি, রাজন মিয়া ও মো. আইনুদ্দিন।
আজ শনিবার দুপুর ১টার দিকে তাদের সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ হাজির করা হয়।
আদালতে আসামিরা ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা, তবে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন কি না, তা জানা যায়নি।
গত রোববার গ্রেপ্তারের পর সোমবার তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন সহকারী মহানগর হাকিম সাইফুর রহমান।
গতকাল রাতে এই মামলার প্রধান আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর এবং রবিউল ইসলামকেও রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
আজ সকালে এই মামলার দুই আসামি তারেকুল ইসলাম এবং মাহফুজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
এর আগে, গতকাল বাকি ছয় আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় ওই হাসপাতালে।
গত ২৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে কলেজের ফটকের সামনে বেড়াতে যাওয়া এক তরুণী ও তার স্বামীকে জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করেন একদল তরুণ। এ ঘটনায় সেদিন রাতেই ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে সিলেটের শাহ পরান থানায় ছয় জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত তিন জনকে সহযোগী হিসেবে উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
Comments