যাত্রাবাড়ী মাদ্রাসার অধ্যক্ষ মওলানা মাহমুদুল বেফাকের নতুন চেয়ারম্যান

মওলানা মাহমুদুল হাসান

যাত্রাবাড়ী মাদ্রাসার অধ্যক্ষ মওলানা মাহমুদুল হাসান বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার যাত্রাবাড়ীর কাজলায় বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। মজলিশ ই আমেলা (নির্বাহী কমিটি) ও মজলিশ ই সূরা সদস্যরা এ নির্বাচনে অংশ নেন।

নির্বাচনে সরকার সমর্থক হিসেবে পরিচিত মাহমুদুল হাসান ৬৩ ভোট পেয়েছেন এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমর্থক নূর হোসেন কাসেমি ৫৫ ভোট পান।

মওলানা মাহমুদুল হাসান গুলশান আজাদ মসজিদের প্রাক্তন খতিব ছিলেন। আর, নূর হোসেন কাসেমি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম সংগঠন জামায়াত-ই-উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক ও  হেফাজতে ইসলাম ঢাকা শাখার আহ্বায়ক।

গত ১৮ সেপ্টেম্বর শাহ আহমদ শফীর মৃত্যুতে কওমি মাদ্রাসাগুলোর শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) সভাপতি পদ শূন্য হয়।

বেফাকের সভাপতি কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের পরীক্ষা নেওয়ার জন্য সরকার গঠিত সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়ার চেয়ারম্যান হবেন।

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় দুই দিন ধরে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আহমদ শফী মাদ্রাসার মহাপরিচালক পদ থেকে পদত্যাগ করার একদিন পর মারা যান।

এরপর, সরকার ও বিরোধী দল উভয়ের পক্ষ থেকে তাদের অনুগত আলেমদের মধ্যে কাউকে বেফাক চেয়ারম্যান করার চেষ্টা চলে বলে বেশ কয়েকজন হেফাজত নেতা দ্য ডেইলি স্টারকে নাম প্রকাশ না করার শর্তে জানান।

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

23m ago