ভোটগ্রহণ শেষ, চলছে গণনা, অপেক্ষা ফলের
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা। ফল ঘোষণার অপেক্ষায় রয়েছেন সকল প্রার্থী থেকে শুরু করে দেশের ফুটবল অনুরাগীরা।
শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২০ সালের বাফুফে নির্বাচন। দুপুর ২টার কিছু পরে শুরু হওয়া ভোটগ্রহণ কার্যক্রম চলেছে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ফল ঘোষণার সম্ভাব্য সময় রাত ৮টা।
১৩৯ জন কাউন্সিলরের মধ্যে ১৩৫ জন তাদের ভোট প্রদান করেন। অর্থাৎ ভোট পড়েছে ৯৭.১২ শতাংশ। যে চার জন ভোট দেননি তারা হলেন চট্টগ্রাম আবাহনীর সিনিয়র ভাইস চেয়ারম্যান তরফদার রুহুল আমিন, ফরিদপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার, শেখ রাসেলের পরিচালক মাকসুদুর রহমান ও শেখ জামালের সভাপতি সাফওয়ান সোবহান। তারা ভোটগ্রহণ শুরুর পূর্বে বার্ষিক সাধারণ সভায়ও (এজিএম) উপস্থিত ছিলেন না। বিষয়গুলো জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা মেজবাহ উদ্দিন।
চার বছর পর অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ২১টি পদের বিপরীতে এবারের নির্বাচনে প্রার্থী ৪৭ জন। সভাপতি পদে লড়ছেন তিন জন। তাদের মধ্যে রয়েছেন সম্মিলিত পরিষদের প্রার্থী ও বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। তার বিপরীতে আছেন স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মানিক ও বাদল রায়।
দেশের ফুটবল কিংবদন্তি সালাউদ্দিন এখন পর্যন্ত তিন মেয়াদে বাফুফে প্রধানের দায়িত্ব পালন করেছেন। চতুর্থবারের মতো নির্বাচিত হওয়ার দৌড়ে আছেন তিনি। যদিও সাফল্যের পাশাপাশি তার ব্যর্থতার তালিকা ঢের লম্বা। অন্যদিকে, দুই সাবেক ফুটবলার মানিক ও বাদল প্রথমবারের মতো সভাপতি হওয়ার প্রত্যাশায় নির্বাচন করছেন।
সিনিয়র সহ-সভাপতি পদে লড়ছেন দুজন। সম্মিলিত পরিষদের সালাম মুর্শেদী ও সমন্বয় পরিষদের শেখ মোহাম্মদ আসলাম। চারটি সহ-সভাপতি পদের বিপরীতে আছেন আট জন। আর ১৫টি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪ জন।
Comments