স্কুলশিক্ষার্থী অপহরণের অভিযোগে বরগুনার সাংবাদিক গ্রেপ্তার

স্টার অনলাইন গ্রাফিক্স

স্কুলশিক্ষার্থী অপহরণের অভিযোগে পটুয়াখালীর কুয়াকাটা থেকে বরগুনার এক সংবাদকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোরে পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের সহায়তায় কুয়াকাটা থেকে বরগুনা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃত ওই সাংবাদিক এম এ আজিম বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির বরগুনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

পুলিশ অপহৃত স্কুলশিক্ষার্থীকেও উদ্ধার করেছে বলে জানান তিনি। মেয়েটি নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে ওই শিক্ষার্থীকে অপহরণ করা হয় এমন অভিযোগ এনে ওই শিক্ষার্থীর চাচা বরগুনা থানায় আজিমসহ তিন জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন।

শনিবার সকালে আজিমকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

Comments