সুশান্তের মৃত্যু ছিল আত্মহত্যা: এআইআইএমএস

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলে জানিয়েছেন ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের (এআইআইএমএস) মেডিকেল বোর্ড। তারা এই অভিনেতার মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগকে অস্বীকার করেছে।
সুশান্ত সিং রাজপুত। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলে জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের (এআইআইএমএস) মেডিকেল বোর্ড। তারা এই অভিনেতার মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগকে অস্বীকার করেছে।

এআইআইএমএসের ফরেনসিক চিফ ডা. সুধীর গুপ্ত বলেন, ছয় সদস্যের এই মেডিকেল বোর্ড ৩৪ বছর বয়সী সুশান্তের মৃত্যুর তদন্তকারী কেন্দ্রীয় তদন্ত বোর্ডের কাছে ‘বিষক্রিয়া এবং শ্বাসরোধ’ এর দাবি খারিজ করে দিয়েছে।

ফরেনসিক মেডিকেল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকা গুপ্তের বরাত দিয়ে আমাদের নয়াদিল্লির সংবাদদাতা জানান, ‘এটি আত্মহত্যাজনিত মৃত্যুর ঘটনা। আমরা আমাদের তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) কাছে জমা দিয়েছি।’

ফাঁস ছাড়া তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। এ ছাড়াও, সুশান্তের শরীরে ধস্তাধস্তির কোনো চিহ্নও ছিল না। তবে, এর বেশি বিবরণ প্রকাশে অস্বীকৃতি জানান তিনি।

গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার অ্যাপার্টমেন্টে সুশান্ত সিং রাজপুতকে মৃত অবস্থায় পাওয়া যায়।

Comments

The Daily Star  | English
speech by Dr Yunus

Yunus to address nation at 7:30pm

Chief Adviser Professor Muhammad Yunus will address the nation at 7:30pm today

43m ago