মুন্সীগঞ্জে ৭২ বছরের নারীকে ধর্ষণের অভিযোগ
মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৭২ বছরের এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ৩০ সেপ্টেম্বর রাত নয়টার দিকে ভুক্তভোগীর বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে।
আজ শনিবার বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় একা এসে অভিযোগ করেন ওই নারী। সন্ধ্যায় এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ কয়দিন তিনি আসামির ভয়ে কাউকে কিছু বলেননি। অভিযুক্ত ব্যক্তির বয়স ৩৭ বছর।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৩০ সেপ্টেম্বর রাত ৯টার দিকে নিজ বাসা থেকে বাইরে আসেন ওই নারী। এ সময় অভিযুক্ত প্রতিবেশী তাকে মুখ চেপে ধরে বাড়ির ভিতরে নিয়ে ধর্ষণ করে। এর দুদিন পর আজ বিকেল ৩টার দিকে থানায় এসে অভিযোগ করেন। আসামির ভয়ে কাউকে কিছু বলেননি তিনি।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, ওই নারী নিজে বাদী হয়ে একজনকে আসামি করে সন্ধ্যায় ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্ত আসামিকে আটকে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান জানান, অভিযুক্তের পরিবারের কাছে এই ঘটনা জানিয়ে বিচারের আশা করছিলেন ভুক্তভোগী। স্থানীয়ভাবে বিচারের কোনো অগ্রগতি না দেখে থানায় এসে অভিযোগ করেন।
Comments