শীর্ষ খবর

মিয়ানমার যাচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব ও সেনা প্রধান, আলোচনায় থাকবে রোহিঙ্গা ইস্যু

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ও সেনা প্রধান জেনারেল মনোজ নারাভানে একদিনের সফরে আগামী সোমবার মিয়ানমার যাচ্ছেন। সফরে তারা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে অন্যান্য বিষয়ের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতার হুমকি নিয়ে আলোচনা করবেন।
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা (বামে) এবং সেনা প্রধান মনোজ নারাভানে (ডানে)। ছবি: স্টেটসম্যান

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ও সেনা প্রধান জেনারেল মনোজ নারাভানে একদিনের সফরে আগামী সোমবার মিয়ানমার যাচ্ছেন। সফরে তারা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে অন্যান্য বিষয়ের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতার হুমকি নিয়ে আলোচনা করবেন।

ভারতের কূটনৈতিক সূত্রের বরাত দ্য ডেইলি স্টারের নয়াদিল্লি সংবাদদাতা এ খবর জানিয়েছেন।

সূত্র জানায়, রোহিঙ্গা শিবিরগুলোতে নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তৈয়বা (এলইটি) ও জামায়াত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর কর্মীরা তৎপরতা চালাচ্ছে এমন সংবাদে ঢাকা ও নয়াদিল্লির উদ্বেগ আছে।

সফরে জেনারেল নারাভানে ও শ্রিংলা মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।

বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের সিত্তে বন্দর হয়ে কালাদান নদী দিয়ে ভারতের উত্তর-পূর্ব রাজ্য মিজোরাম পর্যন্ত ভারতীয় জাহাজ চলাচলের উপকূলীয় নৌপরিবহন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে বলে সূত্র জানায়।

এ ছাড়া, দুই দেশের নিরাপত্তা সম্পর্ক বিশেষ করে সীমান্তে বিদ্রোহী গ্রুপ ও মাদক চোরাকারবারীদের ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়েও আলোচনা হতে পারে এই সফরে। জ্বালানি খাতে সহযোগিতার বিষয়েও শ্রিংলার আলোচনার সম্ভাবনা আছে।

করোনাভাইরাস মহামারি চলাকালে নারাভানে ও শ্রিংলার এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন ভারতের প্রতিবেশী দেশগুলোর ওপর চীন তার প্রভাব বাড়ানোর চেষ্টা করছে।

ভারত-চীন সীমান্ত উত্তেজনার মধ্যে দেশের বাইরে ভারতের সেনাপ্রধানের এটিই প্রথম সফর।

জেনারেল নারাভানে ও শ্রিংলা মিয়ানমারের সিনিয়র জেনারেল মিন অং লাইং ও স্টেট কাউন্সেলর অং সাং সু চির সঙ্গে সাক্ষাৎ করবেন।

Comments

The Daily Star  | English
Gaibandha by-election

National polls: EC orders withdrawal of two police commissioners

The Election Commission (EC) has ordered to withdraw commissioners of two metropolitan units of police, one deputy commissioner, and five superintendents of police.

27m ago