হাসপাতাল ছেড়ে হোটেলে উঠলেন ফারুক

অভিনেতা ফারুক। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

অভিনেতা ও সংসদ সদস্য ফারুক উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন। সেখানকার ডাক্তাররা তার রোগও নির্ণয় করেছেন। টানা তিন সপ্তাহ চিকিৎসার পর গতকাল শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে এসকট নামের একটি হোটেলে উঠেছেন।

ফারুকের স্ত্রী ফারহানা ফারুক দ্য ডেইলি স্টার অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ফারুক এখন অনেকটা সুস্থ। তাই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে হোটেলে উঠেছি। অ্যান্টিবায়োটিক সেবনের ফলে তার শরীর কিছুটা দুর্বল। এ ছাড়া, দুইদিন পর আবার তার শারীরিক অবস্থার ফলোআপের জন্য হাসপাতালে নিতে হবে। শারীরিক দুর্বলতা কাটিয়ে চলতি মাসের শেষের দিকে ফারুককে নিয়ে দেশে ফিরবো আশা করছি।’

সিঙ্গাপুরে নেওয়ার পর সেখানে ১৪ দিন কোয়ারেন্টিন পর্ব শেষ করে শুরু হয় ফারুকের চিকিৎসা। সেখানে তার রক্তে টিবি রোগ ধরা পড়ে। মাউন্ট এলিজাবেথে ডাক্তার লাই চুংসহ চার জন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। 

গত ১৩ সেপ্টেম্বর  নায়ক ও সংসদ সদস্য ফারুককে উন্নত চিকিৎসার জন্য বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুরে নেওয়া হয়।

আরও পড়ুন: 

নায়ক ফারুকের কী অসুখ জানা গেলো

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নায়ক ফারুক

অভিনেতা ও সংসদ সদস্য ফারুকের অবস্থা আশঙ্কাজনক, সিঙ্গাপুরে নেওয়ার চিন্তা

সিঙ্গাপুরে কোয়ারেন্টিনে থেকে নায়ক ফারুকের চিকিৎসা শুরু

 

Comments

The Daily Star  | English

Students to resist AL event today

Meanwhile, the interim government has sounded a stern warning against the Awami League taking to the street

1h ago