মুন্সীগঞ্জে ৭২ বছরের নারী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৭২ বছরের নারীকে ধর্ষণ মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার রাত সাড়ে আটটায় সদর উপজেলার পূর্ব শীলমন্দী গ্রামের একটি খাল দিয়ে নৌকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পথে স্থানীয়রা জড়ো হয়ে যায়। তারা পুলিশকে বাধাও প্রদান করে। পরে পুলিশের একাধিক টিম দক্ষতার সঙ্গে ওই স্থান ত্যাগ করে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি নৌকা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় সদর থানা পুলিশের একটি টিম গিয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে।
তিনি জানান, গত ৩০ সেপ্টেম্বর রাত ৯টায় বাসার বাইরে বের হয় ওই নারী। এ সময় অভিযুক্ত প্রতিবেশী তাকে মুখ চেপে ধরে বাড়ির ভিতরে নিয়ে ধর্ষণ করে। পরে আজ বিকেল ৩টার দিকে থানায় এসে অভিযোগ করেন ভুক্তভোগী এবং নিজে বাদী হয়েই একজনকে আসামি করে সন্ধ্যায় ধর্ষণ মামলা দায়ের করেন।
আরও পড়ুন:
Comments