কুমিল্লায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
কুমিল্লার বুড়িচংয়ে শিশু ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ খান। তিনি জানান, ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে গতকালই বুড়িচং থানায় মামলা করেছেন। আর ভুক্তভোগী শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর তৃতীয় শ্রেণির ওই শিশুটিকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ওই কিশোরের বিরুদ্ধে। ঘটনার পর শিশুটি তার মাকে বিষয়টি জানায়। প্রাথমিকভাবে শিশুটির মা তাকে চিকিৎসার জন্য গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যায়। ভুক্তভোগী শিশুটির মা স্থানীয় প্রভাবশালীদের কাছে এ ঘটনার ন্যায়বিচার চাচ্ছিলেন। কিন্তু, তারা নানা অজুহাতে সালিশে দেরি করছিল। উপায় না দেখে শিশুটির মা বুড়িচং থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
Comments