অঘটনের শিকার শীর্ষ বাছাই হালেপ
ফরাসি ওপেনের নারী এককে অঘটনের শিকার হয়েছেন সিমোনা হালেপ। একপেশে ম্যাচে ইগা শিয়াওতেকের কাছে হেরে আসরের শীর্ষ বাছাই এই তারকা বিদায় নিয়েছেন চতুর্থ রাউন্ড থেকে।
রবিবার রোল্যাঁ গ্যারোঁতে রোমানিয়ান হালেপকে ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন পোলিশ শিয়াওতেক। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন এই টিনএজার।
মাত্র ৬৮ মিনিটের লড়াইয়ে পাত্তাই পাননি ২০১৮ সালের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হালেপ। অথচ গত বছর এই প্রতিযোগিতার একই পর্বে মোটে ৪৫ মিনিটে শিয়াওতেককে তিনি বিধ্বস্ত করেছিলেন ৬-১, ৬-০ গেমে।
শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ের ৫৪তম স্থানে থাকা শিয়াওতেক ভেসেছেন বাঁধভাঙা উচ্ছ্বাসে। আনন্দের আতিশয্যে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি।
ম্যাচ শেষে ১৯ বছর বয়সী এই টেনিস খেলোয়াড় বলেন, ‘আমার তখন (২০১৯ সালে) একেবারেই অভিজ্ঞতা ছিল না। কোনো বড় স্টেডিয়ামে সেটাই ছিল আমার প্রথম ম্যাচ।… এরপর থেকে আমি অনেক উন্নতি করেছি এবং বেশ কিছু বড় ম্যাচ খেলেছি।’
শেষ আটে শিয়াওতেক লড়বেন মার্তিনা ত্রেভিসনের বিপক্ষে। তিনিও দেখিয়েছেন চমক। পঞ্চম বাছাই নেদারল্যান্ডসের কিকি বের্টেন্সকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন এই ইতালিয়ান।
Comments