ধর্ষণের অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের কর্মী গ্রেপ্তার
কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহী সিটি করপোরেশনের একজন অফিস সহাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার মতিহার থানার ডিউটি অফিসার উপপরিদর্শক কাজল রেখা বিষয়টি জানান।
তিনি জানান, আজ সকালে সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের একজন অফিস সহকারী ও কম্পিউটার অপারেটরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তাকে বিকেলে আদালতে হাজির করা হয় এবং পরে কারাগারে পাঠানো হয় বলেও জানান তিনি।
ভুক্তভোগীর বোন ওই অফিস সহকারীকে আসামি করে মতিহার থানায় একটি ধর্ষণ মামলা করেন।
৩ অক্টোবর রাতে মতিহার থানার অন্তর্গত বুদপাড়া এলাকায় ভুক্তভোগীর বোনের বাড়ি থেকে অভিযুক্তকে ও ওই কলেজ শিক্ষার্থীকে নিয়ে যায় পুলিশ।
মামলার বিবরণী থেকে জানা যায়, ভুক্তভোগীর বোনের অভিযোগ এক বছর আগে রাজশাহী সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগে তার বোন খণ্ডকালীন চাকরি পায়। এরপর অভিযুক্তের সঙ্গে তার বোনের একটি সম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগী চাকরি ছেড়ে দেওয়ার পরেও তাদের এই সম্পর্ক ছিল।
ভুক্তভোগী পুলিশকে জানায়, অভিযুক্ত ব্যক্তি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছে।
পুলিশ ভুক্তভোগীকে ফরেনসিক পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে।
Comments