ব্লগার নিলয় হত্যা: বরখাস্তকৃত মেজর জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

দীর্ঘ পাঁচ বছরের তদন্ত শেষে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। ১৩ জনের মধ্যে বরখাস্ত হওয়া মেজর সৈয়দ জিয়াউল হক আছেন।
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়। ফাইল ফটো

দীর্ঘ পাঁচ বছরের তদন্ত শেষে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। ১৩ জনের মধ্যে বরখাস্ত হওয়া মেজর সৈয়দ জিয়াউল হক আছেন।

আজ রোববার সিটিটিসির পরিদর্শক এবং মামলার তদন্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, সন্দেহভাজনরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। এই সংগঠনটি আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) নামেও পরিচিত।

তিনি আরও জানান, ২০১৫ সালের ৭ আগস্টের এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন সংগঠনটির সামরিক শাখার কমান্ডার জিয়া।

মামলার অন্য আসামিরা হলেন- খায়রুল ইসলাম ওরফে ফাহিম ওরফে জিশান, শেখ মোহাম্মদ আবদুল্লাহ, আবু সিদ্দিক সোহেল ও মোজাম্মেল হোসেন ওরফে সাইমন, মাসুদ রানা, সাদ আল নাহিয়ান, তারিকুল ইসলাম, কামাল হোসেন সরদার, কাওছার হোসেন খানজা, আরাফাত রহমান সিয়াম ও মুফতি আবদুল গাফফার।

এর আগে, এই ১২ জনকে বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত কর্মকর্তা মামলার অভিযোগপত্রে জিয়াকে পলাতক হিসেবে দেখান।

খায়রুল, আরাফাত, আবদুল্লাহ, সোহেল ও সাইমন বর্তমানে কারাগারে এবং বাকিরা জামিনে আছেন।

তদন্ত চলাকালীন খায়রুল, সোহেল ও আবদুল্লাহ বিভিন্ন তারিখে ম্যাজিস্ট্রেটদের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী, জিয়ার নির্দেশে মাসুদ রানা, সিয়াম ও সাইমন এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল।

২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় ভাড়া বাসায় খুন হন ব্লগার নিলয়। পরে তার স্ত্রী অজ্ঞাত চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

12h ago