শবনম ফারিয়ার নতুন অভিজ্ঞতা
বিশ্বজুড়ে এখন ট্রেন্ড চলছে ওয়েব সিরিজের। বাংলাদেশের অনেক নির্মাতা ওয়েব প্লাটফর্মের জন্য নির্মাণে ব্যস্ত। কারণ, দর্শকরা বিভিন্ন প্লাটফর্মে ঘরে বসেই দেখে নিতে পারছেন পছন্দের সিরিজগুলো। বাংলাদেশের অনেক তারকা অভিনয় শিল্পীরা এখন ওয়েব সিরিজে অভিনয় করেছেন। সেই তালিকায় যোগ হলো শবনম ফারিয়ার নাম।
‘বিলাপ’ নামের একটি ওয়েব সিরিজে সম্প্রতি অভিনয় করেছেন তিনি। এই ওয়েব সিরিজের কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। এটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।
ওয়েব সিরিজটির গল্প ‘বিলাপ’ সম্পর্কে জানা গেছে- হঠাৎ করেই ঢাকা শহর থেকে রহস্যজনক ভাবে নিরুদ্দেশ হতে থাকে শিশু, নারী ও পুরুষ। সেই সঙ্গে ঘটতে থাকে কয়েকটি রোমহর্ষক খুনের ঘটনাও। পুলিশের স্পেশাল টিম শত চেষ্টা করেও যখন এসব অপরাধের কোনো ক্লু খুঁজে পায় না, তখন চরম অদক্ষ হিসেবে পরিচিত সাব ইন্সপেক্টর রাহাত সন্ধান পেয়ে যান একটি ভয়ঙ্কর গুপ্তঘাতক চক্রের। তারপর তাদের দমনের গল্পেই এগিয়ে যাবে।
ওয়েব সিরিজটিতে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, রুনা খান, লুৎফর রহমান জর্জ, শরীফুল রাজ, খায়রুল বাশার, মাজনুন মিজান, মাসুম বাশার, ইন্তেখাব দিনার, জয় রাজ, সমাপ্তি মাসুকসহ আরও অনেকেই।
শবনম ফারিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘একটি ভিন্ন ধরনের কাজ করলাম। আমার চরিত্রসহ অনেক কিছুতেই নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। কাজটি করে সত্যিই খুব ভালো লেগেছে। পুরো টিমের সঙ্গে কাজ করাটা ছিল আনন্দের। আমার বিপরীতে অভিনয় করেছেন শরীফুল রাজ।’
অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন শবনম ফারিয়া।
Comments