রাঙ্গামাটিতে দুর্বৃত্তদের গুলিতে মাছ ব্যবসায়ী নিহত
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার রাজস্থলী বাজারে দুর্বৃত্তদের গুলিতে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. জালাল উদ্দিন (২৮) রাজস্থলী বাজার পাড়া এলাকার আইনুল হকের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ দুপুর দেড়টার দিকে রাজস্থলী বাজারের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন জালাল উদ্দিন। এসময় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমেদ খান বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে।’
Comments