সারাদেশে ধর্ষণের প্রতিবাদে শাহবাগে লাঠি মিছিল
নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণ চেষ্টা এবং সারাদেশে ধর্ষণ ও নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে লাঠি মিছিল চলছে। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে এলিফ্যান্ট রোডের দিকে এগিয়ে গেছে।
আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে এই লাঠি মিছিলটি শুরু করেন বিক্ষোভকারীরা।
এর আগে, ‘বন্দি সময়ের চিৎকার’, ‘ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে ছাত্র-জনতা’ এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ব্যানারে সকাল সোয়া ১১টা থেকে শাহবাগে অন্তত ৩০০ জন পৃথকভাবে বিক্ষোভ শুরু করেন।
পোস্টার এবং স্লোগান দিয়ে বেশিরভাগ বামপন্থিদের সমন্বয়ে ‘বন্দি সময়ের চিৎকার’ শাহবাগ থেকে কাঁটাবন পর্যন্ত একটি বিক্ষোভ সমাবেশ করে এবং দুপুর ১২টার দিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেন।
ব্যর্থতার জন্য তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানান এবং তারা সারা দেশে ধর্ষণের ঘটনা বৃদ্ধির জন্য সরকারকে দায়ী করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, সিলেটের এমসি কলেজ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত বেশিরভাগ মামলায় ক্ষমতাসীন দলের সদস্যরা জড়িত।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় ‘ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে ছাত্র-জনতা’।
আরও পড়ুন:
Comments