শারীরিকভাবে বার্সেলোনার চেয়েও শক্তিশালী সেভিয়া: কোমান
বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী দল ফুটবল ক্লাব বার্সেলোনা। সাফল্যও ঈর্ষনীয়। যদিও গত মৌসুমে শিরোপা শূন্য থেকে তারা। তবে গত এক যুগ ধরে অনেক শিরোপাই ঘরে তুলেছে ক্লাবটি। সেই ক্লাবটি আগের দিন সেভিয়ার সঙ্গে পয়েন্ট খুইয়েছে। ম্যাচ শেষে হোঁচট খাওয়ার কারণ জানিয়ে কোচ রোনাল্ড কোমান বললেন, শারীরিকভাবে বার্সেলোনার চেয়েও শক্তিশালী সেভিয়া।
রোববার রাতে সেভিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেললেও আধিপত্য বিস্তার করতে পারেনি বার্সা। অথচ আগের দুই ম্যাচে অসাধারণ ছন্দে খেলে প্রতিপক্ষকে এক প্রকার উড়িয়ে দিয়েছিল দলটি। এদিন প্রতিপক্ষ শক্তিশালী হওয়ায় তা সম্ভব হয়নি বলে জানান কোমান, 'তারা খুব ভালো ফুটবল খেলেছে। খুব চাপে রেখেছে। শারীরিকভাবে তারা আমাদের চেয়েও শক্তিশালী।'
ন্যু ক্যাম্পে আগের দিন সেভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে বার্সেলোনা। শুরু থেকে সমান তালে লড়াই দ্বিতীয়ার্ধে বার্সার সেভিয়াই বেশি আক্রমণ করে। যে কারণে ছন্দ ধরে রাখা বেশ কঠিন ছিল বলে মনে করেন বার্সা কোচ, 'তারা শীর্ষ একটি দল। আমি মনে করি আমরা ভালো খেলেছে, কিন্তু আমরা দ্বিতীয়ার্ধে আমরা অনেক বল হারিয়েছি। তাই খেলায় ছন্দ খুঁজে পাওয়া খুব কঠিন ছিল।'
সবমিলিয়ে বেশ কঠিন একটি ম্যাচই খেলেছে বার্সেলোনার জন্য। কোমানের ভাষায়, 'এটা কঠিন একটি ম্যাচ ছিল, তারা আমাদের ভালো চাপে রেখেছে। আমাদের সমস্যা ছিল বল নিয়ে আমাদের খেলাটা আমাদের মতো হয়নি। তারা মাঝমাঠ নিয়ন্ত্রণ করেছে এবং আমরা সংগ্রাম করেছি।'
গত এক সপ্তাহে তিনটি ম্যাচ খেলেছে বার্সেলোনা। যে কারণে দলটি ক্লান্ত ছিল বলেও জানান কোমান। পয়েন্ট খোয়ানোর জন্য এটাকেও দায় দেন এ ডাচ কোচ। তাই ১ পয়েন্ট পেয়েও দলের পারফরম্যান্সে খুশী তিনি, 'আমি দলের পারফরম্যান্সে খুশি। দলটি ক্লান্ত ছিল, তবে আমরা শেষ অবধি লড়াই করেছি। দুর্দান্ত প্রতিপক্ষের (সঙ্গে খেলা হয়েছে)।'
Comments