কোটালীপাড়ায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুই জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
কোটালীপাড়া উপজেলার পূর্ণবর্তী গ্রামের মহসিন হাওলাদারের ছেলে আলী হোসাইন (২২) ও একই গ্রামের ইব্রাহিম হাওলাদার ঠান্ডার ছেলে মাসুদ হাওলাদারকে (২৩) মামলায় আসামি করা হয়েছে। আজ বিকেলে ছাত্রীর বাবা মামলাটি করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্রী শনিবার সকালে চৌধুরীর হাট থেকে ফিরবার পথে আলী হোসাইন ও মাসুদ হাওলাদার টেনে মোটরসাইকেলে তোলে। ভয় দেখিয়ে ধারাবাশাইল গ্রামে একটি মাছের ঘেরে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে আলী হোসাইন তাকে ধর্ষণ করে ও মাসুদ হাওলাদার মোবাইলে তা ধারণ করে। ধর্ষণের কথা গোপন না রাখলে ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ওই ছাত্রীর বাব বলেন, আমার মেয়ে বাড়িতে এসে ঘটনার কথা জানালে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করি। সেদিন রাতে থানায় বলে আসার পর গতকাল খোঁজখবর নিতে পুলিশ এসেছিল।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে আজ সোমবার থানায় মামলা করেছেন। আমরা আসামিদের ধরার চেষ্টা করছি। ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার ছাত্রীকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
Comments