উরুর চোটে আইপিএল থেকে ছিটকে গেলেন ভুবনেশ্বর
উরুর চোটে চলমান আইপিএল থেকে ছিটকে গেছেন ভুবনেশ্বর কুমার। সানরাইজার্স হায়দরবাদের হয়ে খেলা এই পেসারকে বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে পাওয়া নিয়েও শঙ্কায় পড়েছে ভারত।
সানরাইজার্স হায়দরাবাদের পক্ষ থেকে ভুবনেশ্বরের ছিটকে পড়ার খবর ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে। চলতি আইপিএলে রান আটকে দেওয়ার কাজটা দারুণভাবে করছিলেন এই ডানহাতি অভিজ্ঞ পেসার।
Oh dear, big big blow for @SunRisers that @BhuviOfficial is out of #Dream11IPL too. Was bowling well and I was very keen to see him bowl for India again. Wish him quick recovery
— Harsha Bhogle (@bhogleharsha) October 5, 2020
চার ম্যাচে ওভারপ্রতি সাতের নিচে রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। গত শুক্রবার চেন্নাই সুপার কিংসের উরুর চোটে মাঠ ছাড়তে হয় তাকে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পরের ম্যাচে ভুবনেশ্বরকে ছাড়া খেলে সানরাইজার্স, হারতেও হয় তাদের।
কার্যকর এই পেসারকে হারিয়ে বড় ধাক্কা খেয়েছে সানরাইজার্স। তবে এই ধাক্কা লাগতে যাচ্ছে ভারতের জাতীয় দলেও। সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বিসিসিআইর এক কর্মকর্তা জানিয়েছেন, চোটের ধরণ বলছে ভুবনেশ্বর ছিটকে যেতে পারেন অস্ট্রেলিয়া সফরের দল থেকেও, 'ভুবনেশ্বর কুমার উরুর মাংসপেশির চোটে আইপিএল থেকে ছিটকে গেছে। এটা সম্ভবত গ্রেড-২ বা ৩ মানের চোট। তারমানে তাকে অন্তত ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এই কারণে তাকে ভারতের অস্ট্রেলিয়া সফর পাওয়া নিয়েও সংশয় আছে।'
Comments