ময়নামতি জাদুঘরে ৫টি কষ্টি পাথরের মূর্তি দিলো বিজিবি

কুমিল্লার ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘরে রাখতে ৫টি ভাঙা কষ্টি পাথরের মূর্তি প্রদান করেছে ফেনী চার বিজিবি ব্যাটালিয়ন। এগুলোর ওজন প্রায় ২১ কেজি ২৫০ গ্রাম।
ছবি: সংগৃহীত

কুমিল্লার ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘরে রাখতে ৫টি ভাঙা কষ্টি পাথরের মূর্তি প্রদান করেছে ফেনী চার বিজিবি ব্যাটালিয়ন। এগুলোর ওজন প্রায় ২১ কেজি ২৫০ গ্রাম।

বিজিবি সূত্র জানায়, আজ সোমবার সকালে ফেনী চার বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুজ্জামান প্রত্নতত্ত্ব বিভাগের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমানের নিকট ৫টি ভাঙ্গা কষ্টি পাথরের মূর্তি হস্তান্তর করেন।

এ সময় ফেনী চার বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর মো. সেলিমুদ্দোজা, সহাকারী পরিচালক মো. দেলোয়ার হোসেন, ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান হাসিবুল হাসান সুমি, কুমিল্লা আঞ্চলিক পরিচালকের দপ্তরের গবেষণা সহকারী মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন।

ফেনী চার বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ফেনী চার বিজিবি ব্যাটালিয়নের জোয়ানরা বিভিন্ন অভিযানের সময় এসব ভাঙা কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেন।’

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

11h ago