বিশ্বের ১০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হয়ে থাকতে পারেন: ডব্লিউএইচও

বিশ্বের মোট জনসংখ্যার প্রতি ১০ জনের একজন বা ১০ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)।
আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরি সম্পর্কের কারণে চীন সঠিক ও সময়োপযোগী তথ্য সরবরাহ করতে ‘ব্যর্থ’ বলে অভিহিত করেন সংস্থাটির শীর্ষ ইর্মাজেন্সি বিশেষজ্ঞ মাইক রায়ান।
তবে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের ঝাং ইয়াং বলেন, ‘চীনের অবস্থান পরিষ্কার এবং আমরা আন্তর্জাতিক দায়িত্ব পালনে দায়বদ্ধ।’
তিনি আরও বলেন, ‘চীন জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার সঙ্গে সব ধরনের যোগাযোগ রক্ষা করেছে।’
রায়ান জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক অঞ্চলে এর প্রাদুর্ভাব বাড়ছে এবং ইউরোপের কিছু অংশ এবং পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।
মাইক রায়ান বলেন, ‘আমাদের অনুমান বিশ্বের প্রায় ১০ শতাংশ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। এর পরিমাণ একটি দেশ ভেদে ভিন্ন হবে। তবে, বিশ্বের বিরাট অংশ ঝুঁকিতে আছে।’
‘আমার এখন কঠিন সময় পার করছি। এই রোগ এখনো ছড়াচ্ছে,’ বলেন তিনি।
ডব্লিউএইচও এবং অন্যান্য বিশেষজ্ঞরা জানান, ভাইরাসটি গত বছরের শেষদিকে চীনের উহানের একটি বাজার থেকে কোনো প্রাণীর মাধ্যমে ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হয়।
রায়ান জানান, চীনা কর্তৃপক্ষের বিবেচনার জন্য এই ভাইরাসটি নিয়ে আন্তর্জাতিক তদন্ত করতে বিশেষজ্ঞদের একটি তালিকা পেশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে, এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
Comments