অভিনেত্রী তানজিন তিশা করোনায় আক্রান্ত

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা করোনায় আক্রান্ত হয়েছেন।
তানজিন তিশা। স্টার ফাইল ফটো

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ সোমবার (৫ অক্টোবর) তিনি দ্য ডেইলি স্টার অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘কিছুদিন আগে করোনার নমুনা পরীক্ষা করাতে দিয়েছিলাম। আমার রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। গতকাল টেস্টের রেজাল্ট পাওয়ার পর থেকে আইসোলেশনে আছি।’

তানজিন তিশা বলেন, ‘নতুন কিছু কাজ শুরু করার কথা ছিল আমার। কাজ শুরুর আগে নিজের পরিবার, সহকর্মীদের নিরাপত্তার কথা ভেবে কোভিড-১৯ টেস্ট করায়। যেহেতু আমার জ্বর ছিল তাই ঝুঁকি নিতে চাইনি।’

তানজিন তিশা এই সময়ের অন্যতম দর্শকপ্রিয় অভিনেত্রী। মডেল হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে নাটক ও টেলিছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছন।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

8h ago