হোয়াইট হাউসে ঢোকার সময় করোনা আক্রান্ত ট্রাম্পের মাস্ক ছিল পকেটে
তিন রাত হাসপাতালে কাটানোর পর হোয়াইট হাউসে ফিরেছেন করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ফিরে জনগণের প্রতি তিনি ‘কোভিড-১৯ কে ভয় না পাওয়া’র জন্য আহ্বান জানান।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, হোয়াইট হাউসে ফেরার পর তার অনুভূতি কী, জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘সত্যিই ভালো।’
করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বজুড়ে ১০ লাখেরও বেশি এবং যুক্তরাষ্ট্রে ২ লাখ নয় হাজারেরও বেশি মানুষের মৃত্যু হলেও কোভিড-১৯’র হুমকিকে তেমনটা আমলে নেননি ট্রাম্প।
রেকর্ড করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এটাকে আপনার ওপর আধিপত্য করতে দেবেন না, ভয়ও পাবেন না। আমরা ফিরছি, আমরা কাজে ফিরছি। এ থেকে বের হয়ে আসুন, সতর্ক থাকুন।’
সোমবার ওয়াশিংটন ডিসির কাছেই সামরিক হাসপাতাল থেকে হেলিকপ্টারে হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প।
সে সময় তাকে সাদা রঙের সার্জিক্যাল মাস্ক পরে থাকতে দেখা যায়। হোয়াইট হাউসের দক্ষিণ চত্বরের সিঁড়ি দিয়ে বারান্দায় ওঠার পর তিনি ছবি তোলার জন্য মাস্ক খুলে ফেলেন। ক্যামেরার দিকে তিনি স্যালুট দেন ও থাম্বস আপ প্রতীকও প্রদর্শন করেন।
টেলিভশন ফুটেজে দেখা যায়, হোয়াইট হাউসের ভেতরে ঢোকার সময়ও তার মাস্কটি পকেটে ঢোকানো ছিল।
মহামারিকে খাটো করে অবৈজ্ঞানিক মন্তব্যের জন্য বারবার সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। এমনকি সামাজিক দূরত্বের দিকনির্দেশনাকেও তেমনটা আমলে নেননি তিনি। গত সপ্তাহে প্রথম প্রেসিডেনশিয়াল বিতর্ক অনুষ্ঠানেও তিনি মাস্ক নিয়ে বিদ্রূপ করেছিলেন।
আরও পড়ুন:
জ্বর নিয়ে হাসপাতালে ট্রাম্প, জানালেন ‘ভালো আছি’
ট্রাম্প ও মেলানিয়ার করোনা পজিটিভ
ট্রাম্প ও মেলানিয়া কোয়ারেন্টিনে
Comments