রিফাত শরীফ হত্যা: হাইকোর্টে আপিল করেছেন মিন্নি
বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় বরগুনা আদালতের মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করেছেন নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।
আজ মঙ্গলবার মিন্নির পক্ষের আইনজীবী মক্কিয়া ফাতেমা ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সাজা থেকে মিন্নির খালাস চেয়ে ১৮ পৃষ্ঠার আপিল ও মামলার ৪০০ পৃষ্ঠার নথি জমা দেওয়া হয়েছে।
এদিকে, মিন্নির প্রধান আইনজীবী জেড আই খান পান্না বলেন, ‘ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ধারা ও সিসিটিভি ফুটেজ দেখে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আদালত মিন্নিকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছে। হাইকোর্টে সামনে আপিলের শুনানিতে আমরা প্রমাণ করব যে মিন্নি সম্পূর্ণ নির্দোষ।’
তিনি বলেন, ‘আপিল গ্রহণের শুনানির জন্য হাইকোর্ট একটি তারিখ নির্ধারণ করবে। আপিল গ্রহণ হলে, আমরা তার জামিন চেয়ে আবেদন করব।’
তবে, হাইকোর্ট কখন শুনানি করবেন তা জানাতে পারেননি তিনি।
তিনি বলেন, ‘হাইকোর্টে আপিল করতে আমরা মাত্র সাত দিন সময় পেয়েছি। কিছু নথি এখনও হাতে পাওয়া বাকি। সেগুলো হাতে পেলে হাইকোর্টে জমা দেব।’
জেডআই খান পান্না ও মক্কিয়া ফাতেমা ইসলাম জানান যে মামলার অন্য আসামিরাও বরগুনা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে পৃথক আবেদন করেছেন বলে তারা শুনেছেন।
যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান আজ বিকেলে দ্য ডেইলি স্টারকে জানান যে রিফাত শরীফ হত্যা মামলার সাজাপ্রাপ্তরা হাইকোর্টে কোনো আবেদন করেছেন কিনা, তিনি তা জানেন না।
গত ৩০ সেপ্টেম্বর বরগুনার আদালত আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয় জনকে রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা দেন। সাজাপ্রাপ্ত অন্যরা হলেন--রকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী, আবদুল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মুহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ানুল খান ওরফে টিকটক হৃদয় ও মো. হাসান।
Comments