করোনার প্রথম যে ভ্যাকসিন বাজারজাত হবে, সেটাই সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন যে করোনাভাইরাসের প্রথম যে ভ্যাকসিন বাজারজাত হবে, বাংলাদেশ সেটাই সংগ্রহ করবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ সমিতি আয়োজিত ‘কোভিড-১৯ এর দ্বিতীয় তরঙ্গ ও আমাদের প্রস্তুতি’ শীর্ষক এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘যে সব প্রতিষ্ঠান ভ্যাকসিন উৎপাদনে এগিয়ে আছে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এ বিষয়ে জানিয়েছি। বাজারে যে ভ্যাকসিন আগে আসবে, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তা সংগ্রহ করব।’
‘আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং সময়মতো তা পেয়ে যাব,’ যোগ করেন তিনি।
ভ্যাকসিন সংগ্রহে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করছেন বলেও জানান তিনি।
এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
Comments