ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেছিল দেলোয়ার
নোয়াখালীর বেগমগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই নারীকে অস্ত্রের মুখে আগেও একাধিকবার ধর্ষণ করেছিল দেলোয়ার। ধর্ষণে বাধা দিলে নিজ বাহিনীর সদস্যদের দিয়ে সংঘবদ্ধ ধর্ষণের হুমিকও দিত দেলোয়ার।
ধর্ষণের শিকার নারীর সঙ্গে কথা বলে এমন তথ্য নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ-তদন্ত) আল আহমুদ ফয়জুল কবির। আজ দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অডিটোরিয়ামে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
ফয়জুল কবির জানান, মঙ্গলবার সকাল ১১টায় বেগমগঞ্জ থানায় তিনিসহ তাদের তদন্ত কমিটির সদস্যরা ধর্ষণের শিকার নারীর সঙ্গে কথা বলেন। জানানো হয়, দেড় বছর আগে দেলোয়ার তার ঘরে ঢুকে অস্ত্রের মুখে তাকে প্রথম ধর্ষণ করে। এর কিছুদিন পর দেলোয়ার তাকে একটি নৌকায় আবার ধর্ষণ করে। পরবর্তীতে ধর্ষণ করতে না পেরে দেলোয়ার তার ওপর ক্ষিপ্ত ছিল।
তিনি আর জানান, এ ঘটনায় ধর্ষণের শিকার নারী বাদী হয়ে আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করবেন। আদালতে ২২ ধারায় ভিকটিমের জবানবন্দি আবার রেকর্ড করা হবে। তদন্ত শেষে চূড়ান্ত রিপোর্ট মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।
নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ওই নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটুকু জানা গেছে এবং তিনি যে ঘটনার বর্ণনা দিয়ে অভিযোগ করেছেন সে অনুযায়ী মামলা হয়েছে। মামলার তদন্ত সবেমাত্র শুরু হয়েছে। ধর্ষণের ব্যাপারে যদি তিনি অভিযোগ দায়ের করেন তবে পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করবে।
Comments