সোনারগাঁওয়ে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে সোনারগাঁও থানায় আজ মঙ্গলবার মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক পলাতক বলে জানিয়েছে পুলিশ।
মামলার বরাত দিয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী। সোমবার রাতে চাচাতো ভাই (২২) শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। আজ দুপুরে শিশুটিকে উদ্ধার করে স্বজনেরা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।’
ওসি জানান, ‘এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।’
Comments