‘ধর্ষকদের বিরুদ্ধে তো পুলিশকে এতো সক্রিয় দেখা যায় না’

Shahbag-22.jpg
শাহবাগ থেকে মশাল মিছিলটি হাতিরপুল ঘুরে আবার শাহবাগে গিয়ে শেষ হয়। ছবি: স্টার

সারাদেশে ধর্ষণ ও নারী নিপীড়নের বিচার দাবি এবং ধর্ষণবিরোধী মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কুশপুত্তলিকা দাহ করে অনতিবিলম্বে তার পদত্যাগ দাবি করা হয়।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীর শাহবাগ থেকে মশাল মিছিলটি হাতিরপুল ঘুরে আবার শাহবাগে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের নিরাপত্তা বাহিনী খুব দ্রুততার সঙ্গে অপরাধীদের ধরেছে। নোয়াখালীর ঘটনায় আমরা দেখেছি, ৩২ দিন পর ফেসবুকে ভিডিও ভাইরাল হলে তাদেরকে ধরা হয়েছে। এই অপরাধীরা যে পরিমাণ সাহসের সঙ্গে কাজটি করেছে, তাতে বোঝা যায় এরা দীর্ঘদিন ধরেই এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত।’

তিনি বলেন, ‘নিরাপত্তাবাহিনীর নিরপেক্ষ থাকার কথা ছিল, মানুষের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, কিন্তু তারা চরমভাবে ব্যর্থ। এই দেশে কোনো নারী পুলিশের কাছে বিচার চাইতে যেতেও ভয় পায়। এ কারণেই ৩২ দিন পর্যন্ত এই নির্মম ঘটনা চাপা থাকল। স্বরাষ্ট্রমন্ত্রী একের পর এক দায়সারা বক্তব্য দিচ্ছেন। এর আগে তিনি বলেছেন, সব দেশেই ধর্ষণ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব পালনে ব্যর্থ। আমরা অনতিবিলম্বে তার পদত্যাগ দাবি করছি।’

পুলিশের লাঠিপেটায় আহত ছাত্র ইউনিয়নের কর্মী আসমানী আশা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশি হামলার শিকার হয়েছি। পুলিশ কেন আমার গায়ে হাত দেবে?’

Shahbag-1.jpg
এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়। ছবি: স্টার

আজকের ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘শুরুতে আমার ওপর লাঠিচার্জ করা হয়। ধাক্কাধাক্কিতে আমি পড়ে যাই। পরে অন্যদিকে সরে গেলে একজন পুরুষ পুলিশ সদস্য আমার গায়ে হাত তোলেন, পেটে ঘুষি মারেন। ধর্ষকদের বিরুদ্ধে তো পুলিশকে এতো সক্রিয় দেখা যায় না, আমরা যারা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করছি, বিচার চাইছি, তাদের ওপর কেন লাঠিচার্জ করছে পুলিশ?’

অনিক রায় জানান, ধর্ষণের প্রতিবাদে আগামীকাল সকাল ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

2h ago