করোনা পরীক্ষায় ‘অনিশ্চিত’ ফল, আবারও নমুনা দিলেন ৩৯ বিদেশযাত্রী
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বিদেশযাত্রী ৩৯ জনের করোনাভাইরাস পরীক্ষার ফল ‘অনিশ্চিত’ আসার পর আজ মঙ্গলবার রাতেই আবার তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করে রাত ৯টা থেকে নমুনা সংগ্রহ করা শুরু হয় এবং আজ রাতেই নমুনা পরীক্ষা করে কাল সকালে ফল জানানো হবে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।
গতকাল নমুনা দেওয়া বিদেশগামীদের মধ্যে ৩৯ জনের রেজাল্ট আজ বিকালে ‘অনিশ্চিত’ আসায় তাদের বিদেশযাত্রা অনিশ্চিত হয়ে যায়।
সিলেটের সিভিল সার্জন এজন্য নমুনা পরীক্ষার পিসিআর মেশিনে সমস্যা হচ্ছে বলে দাবি করলেও, মেডিকেল কলেজের অধ্যক্ষ বলেন, ‘সমস্যা নমুনা সংগ্রহেও হতে পারে।’
তবে এ সমস্যা সম্পর্কে অবগত হয়েছেন এবং সমাধানের চেষ্টা করবেন বলে জানিয়েছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এরকম ফল গত তিনদিন ধরে আসছে। গত পরশু ছয়টি, গতকাল ১৩টি এবং আজ ৩৯টি নমুনার ফল অনিশ্চিত আসে।
Comments