আজ দুপুর ১টায় এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী
আজ দুপুর ১টায় ২০২০ সালের এইচএসসি পরীক্ষার বিষয়ে গণমাধ্যমকে অনলাইনে ব্রিফ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষা মন্ত্রণালযয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে এ তথ্য জানান।
গত ৩০ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী বলেছিলেন, ‘এইচএসসি পরীক্ষা কীভাবে সম্পন্ন হবে, কীভাবে ব্যবস্থাপনা করা হবে, সে বিষয়ে আগামী সোমবার অথবা মঙ্গলবার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’
এইচএসসি পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি আছে বলেও জানিয়েছিলেন তিনি।
দীপু মনি বলেন, ‘এইচএসসি পরীক্ষার্থীদের অন্তত চার সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করব।’
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে, এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত সোম-মঙ্গলবার
Comments