ফরাসি ওপেনের সেমিতে নাদাল

রোল্যাঁ গ্যারোঁতে ১৯ বছর বয়সী ইতালিয়ান ইয়ান্নিক সিন্নারকে ৭-৬ (৭-৪), ৬-৪ ও ৬-১ গেমে হারিয়েছেন নাদাল।
nadal
ছবি: রয়টার্স

আরেকটি দুর্দান্ত জয়ে ফরাসি ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন প্রতিযোগিতাটির রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। কোয়ার্টার ফাইনালের প্রথম দুই সেটে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হলেও শেষ সেটে ৩৪ বছর বয়সী স্প্যানিশ তারকা জিতেছেন অনায়াসে।

মঙ্গলবার রাতে রোল্যাঁ গ্যারোঁতে ১৯ বছর বয়সী ইতালিয়ান ইয়ান্নিক সিন্নারকে ৭-৬ (৭-৪), ৬-৪ ও ৬-১ গেমে হারিয়েছেন নাদাল। শেষ চারে তার প্রতিপক্ষ আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্তজম্যান। আরেক কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তিনি অস্ট্রিয়ার দমিনিক থিমকে পরাস্ত করেছেন ৭-৬ (৭-১), ৫-৭, ৬-৭ (৬-৮), ৭-৬ (৭-৫) ও ৬-২ গেমে।

২০০৫ সালে ফরাসি ওপেনে অভিষেকে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন নাদাল। দীর্ঘ দেড় দশক পর চলতি আসরে সেই কৃতিত্ব দেখিয়েছেন সিন্নার। ম্যাচ শেষে তার প্রশংসায় ১৯টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল বলেছেন, ‘সিন্নার খুবই ভালো একজন তরুণ প্রতিভা, যে শক্তিশালী এবং যার হাতে দারুণ কিছু শট রয়েছে। শুরুর দুই সেট বেশ কঠিন ছিল। আমি সৌভাগ্যবান ছিলাম বলেই প্রথম সেটে ৬-৫ ব্যবধানে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়াতে পেরেছি।’

গত মাসে ইতালিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে শোয়ার্তজম্যানের কাছে হেরেছিলেন নাদাল। তবে পরিসংখ্যান তাকে দিচ্ছে স্বস্তি। কারণ ফরাসি ওপেনের শেষ চারে যতবারই তিনি পৌঁছেছেন, ততবারই শিরোপা হাতে তুলেছেন ‘ক্লে কোর্টের রাজা’।

Comments

The Daily Star  | English

Agargaon-Motijheel: Metro services resume 11 hours after suspension

Metro rail operations resumed on Agargaon-Motijheel section at 8:25pm, after around 11 hours suspension of services

51m ago