টেকনাফে অস্ত্রসহ ৯ রোহিঙ্গা আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়ইক্যং চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড় থেকে অস্ত্র ও গুলিসহ নয় রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র্যাব। এরা কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িত ছিল।
গতকাল র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বিষয়টি জানান।
আটক রোহিঙ্গারা হলেন- রশিদ আহমদ (৩২), সলিমুল্লাহ(৫৫), শফিক আলম(২০), আবদুল হামিদ(২১), মোহা. সাবের (৩২), মোহাম্মদ সালাম (৫০), মোহাম্মদ ইসমাইল (২৫), হারুনুর রশীদ (২৮) ও মো. ফয়েজ (২২)।
গত রোববার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের আধিপত্য বিস্তারের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে নিহত এবং ১৫ জন আহত হয়। এছাড়া সংঘর্ষের ঘটনায় আহত আরও একজন চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে মারা যান।
মেজর মেহেদী বলেন, ‘গত রোববার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে র্যাব বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখে। এক পর্যায়ে সংঘর্ষে জড়িতদের বেশ কয়েকজন টেকনাফের চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে র্যাবের একটি দল গভীর পাহাড়ে অভিযান চালায়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ধাওয়া দিয়ে নয় জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়।’
‘এ সময় ঘটনাস্থল থেকে চারটি দেশিয় বন্দুক, ২০ রাউন্ড গুলি, দুটি লম্বা চাকু, দুটি দা ও একটি গুলতিসহ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারে র্যাব অভিযান চালাচ্ছে। গ্রেপ্তার নয় জন রোববার সংঘটিত সন্ত্রাসী ও গোলাগুলির ঘটনায় জড়িত ছিল। তাদের উক্ত সন্ত্রাসী ও সংঘর্ষের ঘটনায় আটক দেখিয়ে টেকনাফ থানায় সোপর্দ করা হবে,’ বলেন তিনি।
টেকনাফ থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই তোফায়েল আহমদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আটক রোহিঙ্গাদের বিকেল পর্যন্ত থানায় হস্তান্তর করা হয়নি।’
Comments