লালমনিরহাটে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
লালমনিরহাট সদরের তিস্তাপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে লালমনিরহাট সদর থানায় একজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগীর স্বামী।
আজ বুধবার লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি গা ঢাকা দিয়েছে। ভুক্তভোগীকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকালে বাড়িতে একা পেয়ে অভিযুক্ত ব্যক্তি ঘরের ওই গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণ করে। একসময় তার ননদ ঘরে ঢুকে তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে আত্মীয়-স্বজনের সহযোগিতায় তাকে উদ্ধার করেন।
পরবর্তীতে স্থানীয়রা সোমবার রাতে ও মঙ্গলবার বিকেল পর্যন্ত বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আনএমও) ডা. মঞ্জুর মোর্শেদ দোলন বলেন, ‘ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে ধর্ষণ কিনা। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন।’
ওসি শাহা আলম বলেন, ‘ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’
Comments