খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে চেয়েও পারেননি বোর্ড প্রধান

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শেষের পর খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু সুরক্ষার কথা বিবেচনায় রেখে তাকে সে সুযোগ দেওয়া হয়নি।
Nazmul Hasan Papon
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

দ্বিতীয় দফায় জৈব-সুরক্ষা বলয়ে (বায়ো-বাবল) ঢুকে ঘরোয়া ক্রিকেটের জন্য প্রস্তুত হচ্ছেন ক্রিকেটাররা। এরই মধ্যে দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন তারা। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শেষের পর খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু সুরক্ষার কথা বিবেচনায় রেখে তাকে সে সুযোগ দেওয়া হয়নি। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বোর্ড প্রধান।

গত ১ অক্টোবর থেকে ফের জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করেছেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। হোটেল-স্টেডিয়াম-হোটেল, এভাবেই চলছে তাদের দিনকাল। বিশেষ এই অনুশীলন ক্যাম্পে ডাক পাওয়াদের গতিবিধি যেমন সীমাবদ্ধ, তেমনি তাদের সঙ্গে জৈব-সুরক্ষা বলয়ের বাইরের কারও সাক্ষাতের ক্ষেত্রেও রয়েছে বিধিনিষেধ।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল বলেছেন, ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে না পারলেও খুশি তিনি, ‘আমরা ক্রিকেট খেলাটাকে সুরক্ষিত অবস্থায় ফেরত আনতে চাই। এগুলোকে (চলমান কার্যক্রম) পরীক্ষামূলক হিসেবে দেখছি। যেমন- আজকে (মঙ্গলবার) আমি মাঠে যেতে পারলাম না। আমি প্লেয়ারদের সঙ্গে দেখা করতে চাচ্ছিলাম। (দায়িত্বপ্রাপ্তরা) বলল, আমি বায়ো-বাবলের ভেতরে ঢুকতে পারব না। আমি খুশি হলাম। আমি কিন্তু চলেই যাচ্ছিলাম। বলল, আপনি যেতে পারবেন না। বাবলের ভেতরে বাইরের কেউ ঢুকতে পারবে না। ওরাও (ক্রিকেটাররা) কেউ আসতে পারবে না (বাইরে)। আমি শুনে খুশি।’

করোনাভাইরাস পরিস্থিতিতে পরিবর্তিত এই বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে পারলে ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগও দেখছেন তিনি, ‘এই জিনিসগুলোই তো আমরা আস্তে আস্তে অনুশীলন করার চেষ্টা করছি। আমরা যদি এটা সফলভাবে প্রয়োগ করতে পারি আমাদের এখানে, আমাদের প্লেয়ারদের মধ্যে, তাহলে বাইরের দলগুলোর আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।’

Comments

The Daily Star  | English

Yunus seeks US support to rebuild Bangladesh, implement reforms

Tells US delegation that Bangladesh is in a significant moment in its history

19m ago