এক গৃহহীনের কাছে ‘সালাহ বাস্তব জীবনের নায়ক’

mo salah
ছবি: রয়টার্স

এক গৃহহীন অসহায় ব্যক্তিকে বখাটেদের নিগ্রহ থেকে বাঁচিয়ে প্রশংসা পাচ্ছেন লিভারপুল তারকা মোহামেদ সালাহ। ডেভিড ক্রেইগ নামের সেই ব্যক্তি সালাহকে ‘বাস্তব জীবনের নায়ক’ হিসেবে আখ্যা দিয়েছেন।

লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডের কাছে গত সেপ্টেম্বরের শেষ দিকে একটি ঘটনা নজরে আসে সালাহর। মিশরীয় এই তারকা তখন গাড়িতে পেট্রোল নিচ্ছিলেন।

সালাহ দেখতে পান, এক গৃহহীন ব্যক্তিকে প্রচণ্ড বাজেভাবে নিগ্রহ করে চলেছে একদল যুবক। তিনি সেখানে গিয়ে নিপীড়নকারীদের হাত থেকে তাকে রক্ষা করেন। তাদেরকেও একদিন এরকম পরিস্থিতিতে পড়তে হতে পারে বলে হুঁশিয়ার করেন।

পেট্রোল পাম্পের সিসিটিভির একটি ফুটেজে দেখা যায়, এটিএম বুথ থেকে টাকা উঠিয়ে নিপীড়িত ব্যক্তির হাতে তুলে দিচ্ছেন সালাহ।

গৃহহীন ক্রেইগ ব্রিটিশ দৈনিক দ্য সানকে জানিয়েছেন, ‘লিভারপুলের হয়ে খেলার মতো সব মিলিয়েই মো (সালাহ) অসাধারণ। সে যখন শুনল ওরা আমাকে বাজে ভাষায় আক্রমণ করেছে, সে এসে বলল, “তোমাদের সঙ্গেও আগামীতে এমন হতে পারে”।’

নিজের এমন বিপর্যস্ত মুহূর্তে সালাহর মতো তারকাকে পেয়ে চমকে উঠেছিলেন তিনি, ‘আমি অবাক হয়ে দেখলাম এগিয়ে আসা ব্যক্তিটি সালাহ এবং সে আমাকে ১০০ পাউন্ড দিলো। সে কিংবদন্তি।’

‘ওরা আমাকে উত্যক্ত করছিল এবং কেন চাকরি না করে ভিক্ষা করি তা নিয়ে আজেবাজে কথা বলছিল। তারপর সালাহ ওদের কিছু একটা বলল এবং ক্যাশ মেশিনে গিয়ে টাকা তুলল। আমি তার বিশাল ভক্ত।’

সরাসরি সালাহর সাহায্য পেয়ে মুগ্ধ ক্রেইগ এই ফরোয়ার্ডকে দিলেন বড় স্বীকৃতি, ‘আমার চোখে মো হচ্ছে বাস্তব জীবনের নায়ক। আমি তাকে ধন্যবাদ দিতে চাই।’

খেলার বাইরে সামাজিক কার্যক্রমে বরাবরই উদ্যমী সালাহ। দুবছর আগে নিজ দেশ মিশরে মেয়েদের পড়ালেখার জন্য বিদ্যালয় করে দিয়েছেন তিনি, করেছেন চিকিৎসা কেন্দ্রও। সম্প্রতি জটিল রোগে আক্রান্ত মিশরীয় ফুটবলার মোয়ামেন জাকারিয়াকে চিকিৎসা খরচ যুগিয়েছেন তিনি।

চলতি মৌসুমে ফুটবল মাঠেও দারুণ শুরু করেছেন সালাহ। লিভারপুলের হয়ে চার ম্যাচে তার পা থেকে এসেছে পাঁচ গোল।

Comments

The Daily Star  | English

Students protest condemning brutal murder of trader near Mitford

Lal Chand, alias Sohag, was beaten and murdered in front of Mitford Hospital allegedly by rivals over dominance of scrap trade

3h ago