নিজ মেয়েকে ধর্ষণে অভিযুক্ত কথিত সাধক গ্রেপ্তার

arrest logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানাধীন বসন্তপুর বাগডাংগী নামক দুর্গম পদ্মা চর এলাকা থেকে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে কথিত সাধক শরীফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ বুধবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

গ্রেপ্তার শরীফুলের বাড়ী নাটোরের বড়াইগ্রামে।

সিআইডি জানায়, কথিত সাধক শরীফুল সন্ন্যাসীর বেশ ধরলে দুই বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এ সময় তার মেয়ে নাটোর দীঘাপাতিয়া পূর্ব হাগুরিয়া গ্রামে নানার বাড়িতে চলে যায়। গত ঈদুল আজহার ছয় দিন আগে শরীফুল বিভিন্ন কৌশলে মেয়েকে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পর সে মেয়েটির উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ও আটক রেখে ধর্ষণ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফুল মেয়েকে নিয়মিত ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সিআইডি।

সিআইডি জানায়, ওই সময়ে বাড়িতে এলে মেয়ের সঙ্গে দেখা বা কথা বলতে দেওয়া হতো না। এক পর্যায়ে মেয়েটি তার নানীর সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হয়। পরে মা ও নানী ভুক্তভোগীকে উদ্ধার করে নাটোরের বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার পর থেকে অভিযুক্ত শরীফুল আত্মগোপনে ছিলেন।

ডিআইজি শেখ নাজমুল আলম, বিপিএম (বার), পিপিএম (বার) ও সিআইডির নির্দেশনায় এলআইসি একটি দল মানিকগঞ্জ জেলা সিআইডির সহায়তায় গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। শরীফুলের বিরুদ্ধে একই থানায় ২০১৫ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা আছে।

গ্রেপ্তার শরীফুলকে নাটোর জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় সিআইডি।

Comments

The Daily Star  | English

Police struggle as key top posts lie vacant

Police are grappling with operational challenges as more than 400 key posts have remained vacant over the past 10 months, impairing the force’s ability to combat crime. 

6h ago