একদিনে আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ১৫২০, পরীক্ষা ১৩০৩২
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৪৪০ জন হলো। নতুন করে আরও ১ হাজার ৫২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ১৫১ জনে দাঁড়িয়েছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২০ লাখ ২৬ হাজার ৮০৮টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৬৬ শতাংশ। তবে, মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৮.৪১ শতাংশ।
দেশে এ পর্যন্ত শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৯৮ জন। ফলে, করোনা থেকে মোট সুস্থ হলেন ২ লাখ ৮৬ হাজার ৬৩১ জন। সুস্থতার হার এখন পর্যন্ত ৭৬.৮১ শতাংশ।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
Comments