ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩

B. Baria.jpg
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ছবি: স্টার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঢাকা-হবিগঞ্জ রুটে চলাচলকারী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিন জন নিহত এবং প্রায় ১২ জন আহত হয়েছেন।

আজ বুধবার দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাসটি ইসলামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল হঠাৎ উল্টো পথে টার্ন নেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী একজন ও বাসের দুজন যাত্রী মারা যান।

হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, হবিগঞ্জের মাধবপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও হাইওয়ে পুলিশ সদস্যরা দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Private sector sidelined in tariff talks

At a Star roundtable, industry leaders, trade experts slam govt’s handling of negotiations with US

9h ago