কেমন হলো ইউরোপিয়ান দলগুলোর গ্রীষ্মের দলবদল

স্বাভাবিকভাবে প্রতি মৌসুমের গ্রীষ্মের দলদবল শুরু হয় ১০ জুন থেকে। চলে ১ সেপ্টেম্বর পর্যন্ত। তবে এবার বিশ্বব্যাপি মহামারি করোনাভাইরাসের কারণে সূচি বদলে তা শুরু হয় ২৭ জুলাই থেকে। চলে ৫ অক্টোবর পর্যন্ত।
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মাঠের ফুটবলের সূচিতে পরিবর্তন এসেছে ব্যাপক। তেমনি ট্রান্সফার মার্কেটেও এসেছে পরিবর্তন। গত সোমবার শেষ হয়েছে নতুন মৌসুমের গ্রীষ্মের দলবদল। এরমধ্যেই দলগুলো নিজেদের চাহিদা মতো খেলোয়াড় বেছে নিয়েছে। যদিও মৌসুম জুড়েই ছিল করোনাভাইরাসের প্রভাব। তারপরও অনেক খেলোয়াড়ই দলবদল করে নতুন ক্লাব বেছে নিয়েছেন।

স্বাভাবিকভাবে প্রতি মৌসুমের গ্রীষ্মের দলদবল শুরু হয় ১০ জুন থেকে। চলে ১ সেপ্টেম্বর পর্যন্ত। তবে এবার বিশ্বব্যাপি মহামারি করোনাভাইরাসের কারণে সূচি বদলে তা শুরু হয় ২৭ জুলাই থেকে। চলে ৫ অক্টোবর পর্যন্ত।

ডেইলিস্টারের পাঠকদের জন্য তুলে ধরা হলো চলতি মৌসুমের উল্লেখযোগ্য ট্রান্সফারগুলো:

হাকিম জিয়েখ (আয়াক্স থেকে চেলসি, ৪৪ মিলিয়ন ইউরো)

টিমো ভের্নার (আরবি লাইপজিগ থেকে চেলসি, ৫৮ মিলিয়ন ইউরো)

আর্থুর মেলো (বার্সেলোনা থেকে জুভেন্টাস, ৭৯ মিলিয়ন ইউরো)

মিরালেম পিয়ানিচ (জুভেন্টাস থেকে বার্সেলোনা, ৬৬ মিলিয়ন ইউরো)

আশরাফ হাকিমি (রিয়াল মাদ্রিদ থেকে ইন্টার মিলান, ৪৪ মিলিয়ন ইউরো)

লরে সানে (ম্যানচেস্টার সিটি থেকে বায়ার্ন মিউনিখ, ৫৪ মিলিয়ন ইউরো)

ফেরান তোরেস (ভ্যালেন্সিয়া থেকে ম্যানচেস্টার সিটি, ২৮ মিলিয়ন ইউরো)

নাথান আকে (বোর্নমাউথ থেকে ম্যানচেস্টার সিটি, ৫০ মিলিয়ন ইউরো)

উইলিয়ান (ফ্রি এজেন্ট থেকে আর্সেনাল, ফ্রি)

আলেক্সিস সানচেজ (ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইন্টার মিলান, ফ্রি)

ডেভিড সিলভা (ফ্রি এজেন্ট থেকে রিয়াল সোসিয়েদাদ, ফ্রি)

বেন চিলওয়েল (লেস্টার সিটি থেকে চেলসি, ৫৫ মিলিয়ন ইউরো)

রদ্রিগো (ভ্যালেন্সিয়া থেকে লিডস ইউনাইটেড, ৩৩ মিলিয়ন ইউরো)

ইভান রাকিতিচ (বার্সেলোনা থেকে সেভিয়া, ১.৭ মিলিয়ন ইউরো)

গ্যাব্রিয়েল (লিলে থেকে আর্সেনাল, ২৯ মিলিয়ন ইউরো)

ডনি ভ্যান বিক (আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৪৩ মিলিয়ন ইউরো)

তিমোথি কাসতাঙ্গে (আতালান্তা থেকে লেস্টার সিটি, ২৩ মিলিয়ন ইউরো)

ব্রাহিম দিয়াজ (রিয়াল মাদ্রিদ থেকে এসি মিলান, ধার)

কাই হাভার্টজ (বায়ার লেভারকুসেন থেকে চেলসি, ৮৮ মিলিয়ন ইউরো)

অ্যালান (নাপোলি থেকে এভারটন, ২৮ মিলিয়ন ইউরো)

ফ্যাবিও সিলভা (এফসি পোর্তো থেকে উলভারহ্যাম্পটন, ৪৪ মিলিয়ন ইউরো)

কালাম ইউলসন (বোর্নমাউথ থেকে নিউক্যাসেল ইউনাইটেড, ২৫ মিলিয়ন ইউরো)

হামেস রদ্রিগেজ (রিয়াল মাদ্রিদ থেকে এভারটন, ২৫ মিলিয়ন ইউরো)

এমিলিয়ানো মার্তিনেজ (আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলা, ২৪ মিলিয়ন ইউরো)

থিয়াগো আলকান্তারা (বায়ার্ন মিউনিখ থেকে লিভারপুল, ৩৩ মিলিয়ন ইউরো)

দিয়াগো জোতা (উলভারহ্যাম্পটন থেকে লিভারপুল, ৪৭ মিলিয়ন ইউরো)

গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ থেকে টটেনহ্যাম হটস্পার্স, ধার)

সের্জিও রেগুলন (রিয়াল মাদ্রিদ থেকে টটেনহ্যাম হটস্পার্স, ৩৩ মিলিয়ন ইউরো)

আর্তুরো ভিদাল (বার্সেলোনা থেকে ইন্টার মিলান, ফ্রি)

আলভারো মোরাতা (অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে জুভেন্টাস, ১১ মিলিয়ন ইউরো)

নেলসন সেমেদো (বার্সেলোনা থেকে উলভারহ্যাম্পটন, ৩৩ মিলিয়ন ইউরো)

লুইস সুয়ারেজ (বার্সেলোনা থেকে অ্যাতলেতিকো মাদ্রিদ, ফ্রি)

এডওয়ার্ড মেন্ডি (রেনেঁ থেকে চেলসি, ২৮ মিলিয়ন ইউরো)

নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি থেকে বেনফিকা, ১৭ মিলিয়ন ইউরো)

ডেডলাইন ডের টপ ট্রান্সফার

এদিনসন কাভানি (ফ্রি এজেন্ট থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ফ্রি)

থমাস পার্টে (অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে আর্সেনাল, ৫০ মিলিয়ন ইউরো)

থিও ওয়ালকট (এভারটন থেকে সাউদাম্পটন, ধার)

ফেদেরিকো কিয়েসা (ফিওরেন্তিনা থেকে জুভেন্টাস, ধার)

অ্যালেক্স তেলেস (এফসি পোর্তো থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ১৫ মিলিয়ন ইউরো)

দগলাস কস্তা (জুভেন্টাস থেকে বায়ার্ন মিউনিখ, ধার)

এরিক ম্যাক্সিম চুপো-মোটিং (পিএসজি থেকে বায়ার্ন মিউনিখ, ধার)

লুকাস তোরেইরা (আর্সেনাল থেকে অ্যাতলেতিকো মাদ্রিদ, ধার)

রাফিনহা (রেনেঁ থেকে লিডস ইউনাইটেড, ১৭ মিলিয়ন ইউরো)

জ্যাঁ-ক্লেয়ার তোদিবো (বার্সেলোনা থেকে বেনফিকা, ধার)

ক্রিস স্মলিং (ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এএস রোমা, ১৫ মিলিয়ন ইউরো)

রাফিনহা আলকানতারা (বার্সেলোনা থেকে পিএসজি, ৩০ লাখ ইউরো)

মাতেও গেনদোজি (আর্সেনাল থেকে হার্থা বার্লিন, ধার)

ওসামা ইদ্রিসি (এজেড আকমার থেকে সেভিয়া, ১২ মিলিয়ন ইউরো)

আমাদ ত্রায়োরে (আতালান্তা থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ২১ মিলিয়ন ইউরো)

জ্যাক উইলশায়ার (ওয়েস্টহ্যাম ইউনাইটেড থেকে চুক্তি বাতিল)

Comments

The Daily Star  | English
Garment factory owners revise minimum wage upwards to Tk 12,500

Workers’ minimum wage to be reviewed

In an effort to bring normalcy back to the industries, the government will review the workers’ wage through the minimum wage board, the interim government has decided.

1h ago