বেগমগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ: রাসেল, সোহাগ ও সাজু রিমান্ডে
নোয়াখালীর বেগমগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ এবং তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার নুর হোসেন রাসেল (৩০) ও সোহাগ (২১) কে দুই দিনের এবং সাজুকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ মডেল থানার এসআই মোস্তাক আহাম্মেদ জানান, বিকেলে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাজু, সোহাগ ও নুর হোসেন রাসেলকে হাজির করা হয়। এ সময়, মামলার এজাহারভুক্ত আসামি সাজুকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের ও এজাহার বহির্ভূত আসামি সোহাগ ও নুর হোসেন রাসেলের তিন দিনের রিমান্ডের আবেদন করা হয়।
শুনানি শেষে ৩ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসফিকুল হক সাজুকে দুই মামলাতে তিন দিন করে ছয় দিন এবং পর্নোগ্রাফি মামলায় রাসেল ও সোহাগের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন বলে জানান তিনি।
এ পর্যন্ত এ ঘটনায় মোট আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে চার জন এজাহারভুক্ত ও চার জন এজাহারের বাইরের।
Comments