নোয়াখালীর সুবর্ণচর থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
নোয়াখালীর সুবর্ণচর থেকে এক নারীর খন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার উত্তর জাহাজমারা গ্রামের বিল থেকে মরদেহের দুটি অংশ উদ্ধার করে চরজব্বার থানা পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মরদেহ গ্রামের নুর জাহান বেগম (৫০) এর বলে দাবি করেছে তার ছেলে হুমায়ুন কবির। নুর জাহান ওই গ্রামের মৃত আবদুল বারেকের স্ত্রী।
হুমায়ুন কবিরের বরাত দিয়ে চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল জানান, বুধবার সকালে ফজরের নামাজের পর হাঁসের জন্য শামুক খুঁজতে বের হন নুর জাহান। বেলা ১১টা পেরিয়ে গেলেও নুর জাহান বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। বিকালে সাড়ে ৪ টার দিকে স্থানীয় লোকজন সুবর্ণচরের জাহাজমারা গ্রামের একটি বিলের মাঝখানে ধানের আঁড়ির সাথে মরদেহের দুটো অংশ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বলেন, ওই নারীর মরদেহের বাকি অংশ খুঁজে বের করতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।
Comments