মলডোভাকে উড়িয়ে দিল ইতালি

উয়েফা নেশন্স লিগের ম্যাচে মাঠে নামার আগে দারুণ প্রস্তুতি সেরে নিয়েছেন চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মলডোভাকে উড়িয়ে দিয়েছে তারা। নিজেদের মাঠে ৬-০ গোলে বড় জয় তুলে নিয়েছে রবের্তো মানচিনির শিষ্যরা।
ছবি: রয়টার্স

উয়েফা নেশন্স লিগের ম্যাচে মাঠে নামার আগে দারুণ প্রস্তুতি সেরে নিয়েছেন চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মলডোভাকে উড়িয়ে দিয়েছে তারা। নিজেদের মাঠে ৬-০ গোলে বড় জয় তুলে নিয়েছে রবের্তো মানচিনির শিষ্যরা।

মলডোভার বিপক্ষে এদিন নিয়মিত একাদশের অনেককেই বিশ্রাম দিয়েছিলেন মানচিনি। তাতে সুযোগ পেয়ে যান ফ্রান্সেসকো কাপুতার মতো খেলোয়াড়রা। ইতালির জার্সিতে অভিষেকটাও দারুণ হলো তার। সবচেয়ে বেশি বয়সে অভিষেকে ইতালির হয়ে গোল করার কীর্তি গড়েন তিনি। এদিন মাঠে নামার সময় তার বয়স ছিল ৩৩ বছর ৬২ দিনে।

দলের হয়ে অবশ্য নজর কেড়েছেন বেশি গত মৌসুমে রোমা ছেড়ে চীনের শাংহাই শেনহুয়ায় যোগ দেওয়া স্তেফান এল শারাউই। জোড়া গোল করেছেন তিনি। এছাড়া একটি করে গোল পেয়েছেন ব্রায়ান ক্রিস্তান্তে, কাপুতো ও দোমেনিকো বেরার্দি। অপর গোলটি আত্মঘাতী।

এদিন ম্যাচের প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় ইতালি। ১৮তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডে দলকে এগিয়ে দেন ক্রিস্তান্তে। পাঁচ মিনিট পর ক্রিস্তিয়ানো বিরাঘির বাড়ানো বলে অফসাইডের ফাঁদ ভেঙে ব্যবধান দ্বিগুণ করেন কাপুতো।

৩০তম মিনিটে নিজের প্রথম গোল পান এল শারাউই। ব্রায়ান ক্রিস্তান্তের নিখুঁত এক পাস ধরে বাঁ প্রান্তে দুরূহ কোণ থেকে দারুণ এক গোল দেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। ছয় মিনিট পর ডিফেন্ডার ভেসেস্লাভ পোসমাকের ভুলে আরও একটি গোল খায় স্বাগতিকরা। বল বাইরে পাঠাতে গিয়ে উল্টো নিজেদের জালে ঢুকিয়ে দেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ায় ইতালি। নিজেদের অর্ধ থেকে বাড়ানো বল অফসাইদের ফাঁদ ভেঙে লক্ষ্যে শট নিয়েছিলেন ম্যানুয়েল নাজারি। পেছন থেকে ক্ষিপ্র গতিতে দৌড়ে এসে হেডে গোলটি নিশ্চিত করেন এল শারাউই।

দ্বিতীয়ার্ধে অবশ্য গোল মিসের মহরায় যোগ দেয় ইতালির ফরোয়ার্ডরা। ফলে এ অর্ধে গোল পায় মাত্র একটি। ৭২তম মিনিটে বাঁ প্রান্ত থেকে ভিনসেঞ্জো গ্রিফোর কাটব্যাক থেকে আলতো টোকায় দলের ষষ্ঠ গোলটি করেন বেরার্দি।

আগামী রোববার নেশন্স লিগে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে ইতালি। এরপর বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে তারা।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

1h ago