শীর্ষ খবর

খিলগাঁওয়ে ৪ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁওয়ে চকলেটের লোভ দেখিয়ে চার শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী শিশুদের পরিবার। এই ঘটনায় অভিযুক্ত স্বজল মোল্লাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর খিলগাঁওয়ে চকলেটের লোভ দেখিয়ে চার শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী শিশুদের পরিবার। এই ঘটনায় অভিযুক্ত স্বজল মোল্লাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত ৯টার দিকে খিলগাঁও থানা পুলিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য চার শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে। শিশুদের বয়স ছয় থেকে নয় বছর।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে জানান, খিলগাঁওয়ের উত্তর গোড়ান এলাকায় টিনশেড বাড়িতে থাকে ভুক্তভোগী শিশুদের পরিবার। পাশাপাশি আর এক বাড়িতে থাকে অভিযুক্ত রিকশাচালক স্বজল মোল্লা।

ওসি জানান, স্বজল মোল্লার স্ত্রী যখন বাসায় থাকে না, তখন তিনি বাচ্চাদের চকলেট দেওয়ার লোভ দেখিয়ে তার রুমে নিয়ে যায় এবং সেখানে তাদেরকে বিভিন্নভাবে যৌন নির্যাতন চালায়। বেশ কয়েকদিন ধরে এই কাজ করছিলেন সজল মোল্লা। শিশুদের পরিবার জানতে পেরে গতকাল বিকেলে থানায় এসে অভিযোগ দেয়। এর পরপরই অভিযুক্তকে আটক করা হয়। এরপর শিশুদের পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে। মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

‘আজ স্বজলকে আদালতে পাঠানো হবে এবং তার রিমান্ড আবেদন করা হবে’, বলেন পুলিশের এই কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

5h ago