হাজারীবাগ থেকে মুমূর্ষু যুবক উদ্ধার, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
রাজধানীর হাজারীবাগ থেকে মুমূর্ষু অবস্থায় মাহবুব হাসান (৩৮) নামে এক যুবককে উদ্ধার করে গতকাল বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল। পরে ঢামেক হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব-২’র অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘খবর পেয়ে র্যাবের একটি দল গতকাল বুধবার রাত ১২টা কিছু আগে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।’
ইমরান উল্লাহ সরকার জানান, স্থানীয়রা র্যাবকে জানিয়েছে, এক দল লোক ওই যুবককে ছিনতাইকারী ভেবে বা অন্য কোনো কারণে পিটিয়ে আহত করেছে। বিষয়টি স্থানীয় পুলিশকে জানিয়েছে র্যাব।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা জানতে পেরেছি ওই যুবক ঘটনাস্থলে পড়ে ছিলেন এবং র্যাবের দল তাকে হাসপাতালে নিয়ে গেছে। আমরা এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।’
Comments