ভিকারুননিসা স্কুলের শিক্ষার্থীদের বিক্ষোভ
সারাদেশে ধর্ষণ ও নারী নিপীড়নের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা। আন্দোলনে সিদ্ধেশ্বরী স্কুল, সেন্ট জোসেফ স্কুলের শিক্ষার্থীরাসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
বেলা ১২টায় বেইলি রোডে প্রতিষ্ঠানটির কলেজ গেটের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। বিক্ষোভে ধর্ষক ও নারী নিপীড়কদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।
এছাড়াও নারী নিরাপত্তায় প্রশাসনের ব্যর্থতার নিয়েও ক্ষোভ জানিয়েছেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা বলেন, ‘আমরা চাই না কেউই ধর্ষণের শিকার হোক। ধর্ষণ, নিপীড়ন কেবল মেয়েদের ক্ষেত্রে না, ছেলেদেরও আমরা মাদ্রাসায় ধর্ষনের শিকার হতে দেখি। ছেলে-মেয়ে উভয়কেই নিরাপত্তা দিতে হবে। একটা শিশুও যেন আর যৌন নিপীড়ন, ধর্ষণের শিকার না হয়।’
একাদশ শ্রেণীর শিক্ষার্থী অধরা ঐন্দ্রিলা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা আটটি দাবিতে আজ বিক্ষোভ করেছি। আমরা চাই, নিপীড়নের শিকার হয়েছেন এমন কেউ যাতে বিচার চাইতে গিয়ে হেনস্তা না হন, কোনও ধরনের সমস্যার সম্মুখীন যেন তাকে হতে না হয়। তার প্রাপ্য বিচার যেন তিনি পান।’
এছাড়াও বিক্ষোভকারীরা পারিবারিক ও সামাজিকভাবে সবাইকে সচেতন করে তোলা, উন্নত বিচার ব্যবস্থা চালু করা ও নারীর প্রতি শ্রদ্ধাশীল হতে শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনার দাবি জানান।
Comments