মৌলভীবাজারে ধর্ষণ বিরোধী বিক্ষোভে হামলার অভিযোগ
মৌলভীবাজারে শিক্ষার্থীদের ধর্ষণ বিরোধী কর্মসূচিতে হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পাঁচ জন আহত হয়েছেন বলে জানা যায়।
আহতরা হচ্ছেন- ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা সংসদের সহসভাপতি বিশ্বজিৎ নন্দী, দপ্তর সম্পাদক রাজীব সূত্রধর, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রইয়ান শিপু ও মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সাধারণ সম্পাদক শিহাব আহমেদ।
ঘটনাস্থলে উপস্থিত থাকা মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী আয়শা আক্তার নওমী বলেন, ‘আমরা ১১টার দিকে ধর্ষণ বিরোধী বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের জন্য অবস্থান নেই। বেলা ১২টার দিকে ছাত্রলীগ দলবল নিয়ে আমাদের ওপর হামলা চালায়।’
ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি শুভিনয় রায় বলেন, ‘আমরা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করছিলাম। এমন সময় এই হামলা চালানো হয়।’
তবে এ ঘটনা সম্পর্কে অবগত নয় বলে জানিয়েছে পুলিশ।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিনুল হক বলেন, ‘এ ধরণের কোনো অভিযোগ আমরা পাইনি।’
হামলার বিষয় অস্বীকার করে জেলা ছাত্রলীগের সহসভাপতি অমিত রায় বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেছে বলে জানা নেই। কিছু ঘটলে অবশ্যই জানতাম।’
Comments