ধর্ষণের প্রতিবাদ: গণভবনের সামনে স্বতন্ত্র জোটের কর্মসূচিতে পুলিশের বাধা

দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে গণভবনের সামনে স্বতন্ত্র জোটের প্রতিবাদ ও অবস্থান কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে প্রতিবাদকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন স্বতন্ত্র জোটের যুগ্ম আহ্বায়ক রিয়াজুর রহমান।
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে গণভবনের সামনে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা অভিযোগ করেছে স্বতন্ত্র জোট। ছবি: সংগৃহীত

দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে গণভবনের সামনে স্বতন্ত্র জোটের প্রতিবাদ ও অবস্থান কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে প্রতিবাদকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন স্বতন্ত্র জোটের যুগ্ম আহ্বায়ক রিয়াজুর রহমান।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ষণ ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে চার দফা দাবিতে সকালে জোটের নেতাকর্মীরা গণভবনের মূল ফটকের সামনে অবস্থান নেন। এসময় আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শান্তিপূর্ণ এ কর্মসূচিতে বাধা দেয়।

‘প্রথমে গোয়েন্দা বাহিনী এবং পরবর্তীতে অন্যান্য বাহিনীর গাড়ি এসে কর্মসূচিতে বাধা দেয়। এসময় সাংবাদিকদেরও ছবি তুলতে বাধা দেয়া হয়। পরবর্তীতে আন্দোলনকারীরা বাধার মুখে সেখান থেকে সরে যেতে বাধ্য হন।’

স্বতন্ত্র জোট জানায়, নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেট এমসি কলেজ, খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাসহ সারাদেশে ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। এসব ঘটনার মধ্যে যেসব ঘটনা সামাজিক গণমাধ্যমে ভাইরাল হচ্ছে, শুধুমাত্র সেসব ঘটনাতেই আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনীকে উদ্যোগ নিতে দেখা গেছে। বাকি ঘটনাগুলোর বিচারের পরিবর্তে উল্টো নির্যাতনের শিকার নারীকেই নানা হয়রানির শিকার হয়। অপরদিকে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের এসব ঘটনায় নিপীড়ক ও ধর্ষকদের আশ্রয় দিতে দেখা যাচ্ছে।

এসবের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বলে জানায় স্বতন্ত্র জোট।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- স্বতন্ত্র জোটের যুগ্ম-আহ্বায়ক অরুণিমা তাহসিন, রিয়াজুর রহমান, তাওহীদ তানজিম, শামস নূর, অমিত প্রামাণিকসহ নেতাকর্মীরা।

কর্মসূচিতে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান তারা।

নেতাকর্মীরা জানান, দেশে এক অদ্ভুত বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। ক্ষমতাসীনদের ছত্রছায়ায় থেকে ধর্ষণ ও নারী নিপীড়নের মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এসব দ্রুত বন্ধ করতে হবে।

পুলিশের বাধার মুখে নেতাকর্মীরা গণভবন থেকে ফিরে শাহবাগে ধর্ষণ ও বিচারহীনতা বিরোধী আন্দোলনে যোগ দেন বলে জানায় স্বতন্ত্র জোট।

Comments

The Daily Star  | English

Agargaon-Motijheel: Metro services resume 11 hours after suspension

Metro rail operations resumed on Agargaon-Motijheel section at 8:25pm, after around 11 hours suspension of services

49m ago