৪ হাজার কোটি ডলারের রেকর্ড রিজার্ভ
করোনা মহামারীর মধ্যে অর্থনীতির বিভিন্ন সেক্টরে চাপ থাকলেও বৈদিশিক মুদ্রার রিজার্ভ বেড়েই চলেছে।
আজ বৃহস্পতিবার দিনশেষে রিজার্ভ ৪০ বিলিয়ন ডলার (৪ হাজার কোটি ডলার) ছাড়িয়ে গেছে, যা দেশের ইতিহাসে প্রথম।
বাংলাদেশ ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, দিনশেষে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ দশমিক ১০ বিলিয়ন ডলারে।
গতবছর একই সময়ে রিজার্ভ ছিল ৩২ দশমিক ০৫ বিলিয়ন ডলার। আর গেল জুনে তা ছিল ৩৬ দশমিক ০৩ বিলিয়ন ডলার। এরপর থেকেই দফায় দফায় রিজার্ভ বিলিয়নের অংক অতিক্রম করছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, আমদানি কম আর রপ্তানি বিশেষ করে রেমিটেন্স বাড়ার কারণে রিজার্ভ বাড়ছে।
গত সেপ্টেম্বর মাসেই রিজার্ভ ২ বিলিয়ন ডলারের উপরে এসেছে যা গত বছর একই মাসের তুলনায় ৪৫ শতাংশ বেশি।
এদিকে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স ৪৯ শতাংশ বেশি এসেছে।
Comments